Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ সেপ্টেম্বর ২০১৬

কৃষি তথ্য সার্ভিসের পরিচালকের পাবনা সফর ও মত বিনিময় সভায় যোগদান


প্রকাশন তারিখ : 2016-09-04

কৃষি তথ্য সার্ভিসের পরিচালক কৃষিবিদ মো. মিজানুর রহমান দুইদিনের এক সরকারী সফরে গত ২ সেপ্টেম্বর ঢাকা হতে ভোর ৫টায় রওনা হয়ে বেলা ১১টায় রাজশাহী পৌঁছেন। তথায় বিভাগীয় কর্মকর্তাদের সাথে কৃষি উন্নয়ন সংক্রান্ত বিষয়ে মত বিনিময় সভা এবং অন্যান্য পরিদর্শন শেষে রাত্রি যাপন করেন। পরদিন ৩ সেপ্টেম্বর সকালে রাজশাহী হতে সরকারী গাড়ীযোগে সকাল ১১টায় পাবনা পৌঁছেন। এ সময় পাবনা আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারীদের সাথে বিভাগীয় কাজের গতি বৃদ্ধি, মাঠ পরিদর্শন, কৃষি সংশ্লিষ্ট বিভাগের সাথে সমন্বয় সাধন, কৃষি তথ্য প্রচারের ব্যাপারে প্রিন্টিং ও ইলেকট্রনিক মিডিয়ার সাহায্যে দ্রুত তথ্য প্রচারের ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন। তিনি আইসিটি মিডিয়ার কার্যক্রম কৃষক শ্রেণীর মাঝে প্রচারের ব্যবস্থা গ্রহন সহ পাবনা অঞ্চলের আওতাধীন ৩১টি উপজেলায় কৃষি তথ্য যোগাযোগ কেন্দ্র নিয়মিত পরিদর্শনের নির্দেশনা প্রদান করেন। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপ-পরিচালক কৃষিবিদ বিভূতি ভূষন সরকার সহ অফিসের কর্মকর্তা এবং কর্মচারী উপস্থিত ছিলেন। এরপরে তিনি জেলার বেড়া উপজেলায় স্থাপিত কৃষি তথ্য যোগাযোগ কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে আগত প্রায় শতাধিক চাষীর সাথে বর্তমান কৃষক বান্ধব সরকারের কৃষি উন্নয়ন সংক্রান্ত নানা বিষয় আলোচনা করেন। বর্তমান সরকার কৃষিকে ডিজিটাল করার লক্ষ্যে কৃষি তথ্য সার্ভিসের মাধ্যমে দেশের ৪৯৯টি উপজেলায় স্থাপিত কৃষি তথ্য যোগাযোগ কেন্দ্র সমূহের প্রত্যেকটিতে কম্পিউটার, ল্যাপটপ, মাল্টিমিডিয়া সামগ্রী, মডেম, সাউন্ড সিস্টেম, স্ক্যানার, লেমিনেটিং মেশিন, কালার প্রিন্টার, এন্ড্রয়েড মোবাইলসহ আরও অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী বিনামূল্যে বিতরণ করেছেন। তিনি এ সমস্ত সামগ্রী সাবধানে ব্যবহার করতে এবং এর যথাযথ সংরক্ষনের উপর গুরুত্বারোপ করেন। এ সময় ক্লাবের সভাপতি এ.কে.এম. ফিরোজ খান পরিচালক মহোদয়ের কাছে ক্লাবের সকল সদস্যকে আরও উন্নত মানের কম্পিউটার প্রশিক্ষণের আবেদন জানান। পরে পরিচালক ঢাকার উদ্দেশ্যে সন্ধ্যায় বেড়া ত্যাগ করেন।